Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনার মধ্যেও শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি’

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ২৩:১২

ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যে যখন অনেকেই কর্মহীন হয়ে পড়েছিল তখনও শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি। তার গতিশীল নেতৃত্বে করোনা পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। করোনাকালীন লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী দরিদ্রদের বিশেষ সহায়তা দিয়েছেন, যাতে তাদের জীবনধারণে অসুবিধা না হয়।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার দুঃস্থ নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভাগ্যবান যে, শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। বিভিন্নরকমের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অনেক ধরনের ভাতা প্রদান করে যাচ্ছে। যা সাধারণ মানুষের জীবনধারণে বিশেষভাবে সহায়তা করছে।’

ড. মোমেন সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সাধারণ জনগণের চাহিদার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সিলেটবাসীর কল্যাণে ও যেকোনো প্রয়োজনে তিনি সবসময় তাদের পাশে রয়েছেন।’ সিলেটের যেকোনো উন্নয়নের প্রয়োজনে নির্দ্বিধায় তাকে জানাতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান সিলেট-১ আসনের সাংসদ ড. মোমেন।

সিলেট সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ ও জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান হেলেন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিটিএম

করোনা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর