Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভের মুখে সরে দাঁড়ালেন সুদানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২২ ১০:০৯

গণবিক্ষোভের মুখে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আফ্রিকার দেশ সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক।

সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত এক চুক্তির মাধ্যমে ক্ষমতায় পুনর্বহাল হওয়ার সঙ্গেসঙ্গে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়, তার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগের ঘোষণা আসলো।

এর আগে, অক্টোবরে সুদানের সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করে নেয়। সে সময় তারা প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে গ্রেফতার করে।

পরবর্তীতে সেনা অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির পর তাকে পুনর্বহাল করা হয়। চুক্তির সিদ্ধান্তে দেশজুড়ে বিক্ষোভ, সহিংসতা শুরু হয়। বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন বলে জানাচ্ছে সুদানের চিকিৎসকদের একটি সংগঠন।

স্থানীয় এক টেলিভিশনে দেওয়া ভাষণে হামদক বলেন, সুদানের পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে, যা দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। তাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সারাবাংলা/একেএম

পদত্যাগ সুদানের প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর