Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ১০:৩৬ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১২:৪০

বগুড়া: সদর উপজেলার মালগ্রাম এলাকায় আধিপত্য ও পূর্ব শক্রতার জের ধরে নাজমুল হাসান অরেঞ্জ (২৫) ও আপেল (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (২ জানুয়ারি) রাত আটটার দিকে মালগ্রাম ডাবতলার মোড়ে একটি দোকানের নিকট স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরেঞ্জ এবং একই এলাকার ওয়ার্ড কমিটির (৮ নং ওয়ার্ড) সভাপতি আপেলসহ কয়েকজন দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ করে শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রাসেলসহ ৫/৬ জন দুই মোটরসাইকেলে সেখানে যায় এবং হামলা চালায়। তবে তারা কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে অরেঞ্জের চোখে এবং আপেল পেটে গুলিবিদ্ধ হন। তাদের রক্ষা করতে এসে রবিন নামে আরও একজন আহত হন বলে সূত্র জানায়। এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানিয়েছেন, রাসেলের সঙ্গে অরেঞ্জের পূর্ব বিরোধ ছিল। আধিপত্য বিস্তার ও অভ্যান্তরীণ কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই ছয়জনকে চিহ্নিত করা গেছে বলে তিনি জানান।

সারাবাংলা/এএম

বগুড়া স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর