Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২শ’র নিচে নামল এলপিজির দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ১৩:৩৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১৪:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এক মাসের ব্যবধানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমল আবারও। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৫০ টাকা।

সোমবার (৩ ডিসেম্বর) এলপিজি ও অটোগ্যাসের নতুন দামের ঘোষণা দেয় বিইআরসি। বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই- এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও কামরুজ্জামানের উপস্থিতিতে ভার্চুয়াল প্লাটফর্মে এ ঘোষণা দেওয়া হয়। এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৪. ৭৭ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, নির্ধারিত দাম অনুযায়ী ভোক্তারা এলপিজি ক্রয় করবে। কোথাও এই নির্ধারিত দামের বেশি বিক্রি করলে জ্বালানি বিভাগের ভ্রাম্যমাণ আদালত পর্যবেক্ষণ করবে এবং ব্যবস্থা নেবে। তিনি বলেন, কোনো কিছু টেকসই করতে সময় লাগে। এই খাত প্রায় পুরোটাই বেসরকারি নির্ভর, এখানে স্বাভাবিক নিয়মে যেতে কিছু সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারন করে বিইআরসি। নিয়ম অনুযায়ী প্রতি মাসে শুনানি করে দাম বেধে দেবে এই সংস্থা। সেক্ষেত্রে আমদানি নির্ভর এলপিজির আন্তর্জাতিক দাম পর্যবেক্ষণ করেই দেশের বাজারে দাম বাড়বে এবং কমবে। সেভাবেই বিইআরসি দাম বেধে দিলেও ইতোপূর্বে বাজারে সেই দামের প্রতিফলন দেখা যায়নি। কোথাও বেশি কোথাও কমে বিক্রি করতে দেখা গেছে।

সারাবাংলা/জেআর/এএম

১২ কেজি সিলিন্ডার এলপিজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর