Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমিক্রন নিয়ে সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ১৭:৩০

ঢাকা: মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় বৈঠক ডেকেছে আন্তঃমন্ত্রণালয়। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মন্ত্রিপরিষদ সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এর বাইরে সংশ্লিষ্ট আরও অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বৈঠকে ওমিক্রন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, এরই মধ্যে বিশ্বের অনেক দেশে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ৭ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

ওমিক্রন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর