আব্দুস সালামকে রাজাকার আখ্যা দিয়ে ফাঁসি দাবি
৩ জানুয়ারি ২০২২ ১৭:৪৫
বাগেরহাট: মোংলার সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালামকে রাজাকার আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির স্থানীয় নেতাকর্মীরা। তার অপরাধ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
সংগঠনের মোংলা শাখা সোমবার (৩ জানুয়ারি) সকালে আব্দুস সালামের বিচার চেয়ে মানববন্ধন করে।
মানববন্ধনে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গির হোসেন খাঁন বলেন, ‘শেখ আব্দুস সালাম স্বীকৃত রাজাকার। তিনি সুবিধাবাদী। মুক্তিযুদ্ধের পর যে দল ক্ষমতায় এসেছে তিনি সুবিধা আদায়ের জন্য সেই দলে ভিড়েছেন। সবশেষে তিনি এখন আওয়ামী লীগে।’
জাহাঙ্গীর বলেন, ‘আব্দুস সালামের কারণে মোংলার ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীরা আজ কোণঠাসা হয়ে পড়েছে।’
শেখ সালাম রামপালের ডাকরা বধ্যভূমিতে গণহত্যা, অসংখ্য নারীর ইজ্জত লুণ্ঠনকারী দাবী করে তিনি আরও বলেন, ‘সালাম রাজাকার। তার অপরাধ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর দফতরে তেলাপোকায় খাচ্ছে। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মোংলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার বলেন ‘রামপালের ডাকরায় মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়েছে। শেখ আব্দুস সালাম নৃশংস ওই হত্যাকাণ্ডে জড়িত। আমরা তার ফাঁসি চাই।’
সকাল ১১টার অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় দুই হাজার নারী পুরুষ অংশ নেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা সালাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস ইজারাদার, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল ইজারাদার, উপজেলা মহিলা লীগের সভাপতি কাবেরী হক, যুব লীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
মোংলা পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে আমি ডাকরা স্কুলে ৮ম শ্রেণির ছাত্র ছিলাম। আমি কোনোভাবেই হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত নই। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
সারাবাংলা/একে