Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনও’র মামলায় মেয়রসহ ২৮ জনের অব্যাহতি চাইল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ১৭:৪৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১৭:৫৫

গত আগস্টে বরিশালে মুখোমুখি হয়ে পড়ে প্রশাসন ও আওয়ামী লীগ (ফাইল ছবি)

বরিশাল: ব্যানার-পোস্টার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে সরকারি কাজে বাধা, সাবেক ইউএনও ও দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা এবং গুলিবর্ষণের মামলায় সিটি করপোরেশনের মেয়রসহ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আসামিদের এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদনও জমা পড়েছে আদালতে।

গত ৬ ডিসেম্বর এই প্রতিবেদন জমা দেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তবে দাখিল করা প্রতিবেদন এখনো আদালত গ্রহণ করেননি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মামলার তারিখ নির্ধারণ করা আছে। সেদিন আদালত শুনানি শেষে প্রতিবেদন গ্রহণ করা বা না করার বিষয়ে আদেশ দেবেন।

বিজ্ঞাপন

প্রায় এক মাস আগে আদালতে প্রতিবেদন জমা পড়লেও এ বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পেরেছেন সোমবার (৩ জানুয়ারি)। দুই পাতার ওই প্রতিবেদনে বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ ২৮ জনকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন- অবশেষে সমঝোতা বরিশালে

এ বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, মামলার তদন্তের ভার ছিল কোতোয়ালি মডেল থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) আনোয়ার হোসেনের ওপর। তার বদলি হয়ে গেলে ১৯ নভেম্বর থেকে তিনি তদন্ত শুরু করেন। দায়িত্ব গ্রহণের ১৭ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করেন তিনি।

পুলিশ পরিদর্শক লোকমান বলেন, কারও পক্ষে বা বিপক্ষে নয়, বরং তদন্তে যা পেয়েছি সেভাবেই প্রতিবেদন দিয়েছি। যথেষ্ট সাক্ষী না থাকায় মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদন আদালত গ্রহণ না করলে ফের তদন্ত হবে।

বিজ্ঞাপন

২০২১ সালের ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষের ব্যানার অপসারণকে কেন্দ্র করে সিটি করপোরেশনের কর্মকর্তা স্বপন কুমার দাসের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ইউএনও’র সঙ্গে বিবাদে জ‌ড়িয়ে পড়েন।

আরও পড়ুন- বদলি হতে পারেন বরিশালের সেই ইউএনও

পরে সেখানে উপ‌স্থিত আনসার‌ সদস্যদের সঙ্গে হাতাহা‌তি শুরু হলে আওয়ামী লী‌গ, যুবলীগ ও ছাত্রলী‌গের নেতাকর্মীরা ইউএনওর বাসায় হামলার চেষ্টা চালান। এ সময় আনসার সদস্যরা গু‌লি ছুঁড়লে স্বপনসহ চার জন আহত হন। এ নিয়ে পু‌লিশ ও সরকারদলীয় নেতাকর্মী‌দের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় তৎকালীন ইউএনও মুনিবুর রহমান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ২৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছিলেন।

এ ঘটনা দেশব্যাপী আলোচনা তৈরি করে। চার দিন পর ২২ আগস্ট রাতে বরিশাল প্রশাসন ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের মধ্যে সমঝোতা বৈঠকে শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।

সারাবাংলা/টিআর

ইউএনও’র মামলা মামলা থেকে অব্যাহতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর