স্কুলছাত্র মিরাজ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
৩ জানুয়ারি ২০২২ ১৭:৫৭
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান মিরাজ হত্যার প্রকৃত আসামিদের গ্রেফতার এবং বীর মুক্তিযোদ্ধা আকবর আলমসহ তার ছেলে, নাতি ও গালিবের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার (৩ জানুয়ারি) সকালে শহরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, আমিনুল ইসলাম বুলু, শংকর কুমার দে, আব্দুর রশীদ, হারুন অর রশীদসহ অনেকে।
বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি, মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছি। কোন ঘটনার সঠিক তদন্ত ছাড়া, মুক্তিযোদ্ধাদের সাধারণ জেলা কারাগারে রাখা যাবে না। রণাঙ্গনের যোদ্ধা মো. আকবর আলমের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করিবার অপপ্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বুলু বলেন, ‘তথাকথিত ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ একই পরিবারের ৩ জনের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা করেছে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডের সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের বিচার হোক এবং জনগণ ন্যায়বিচার পাক।’
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র্যালি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন তারা।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সন্ধ্যার পর শহরের বিসিকশিল্প নগরী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র মেহেদী হাসান মিরাজের মৃত্যু হয়।
সারাবাংলা/এমও