রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
৩ জানুয়ারি ২০২২ ১৮:০৫
ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এসময় চারটি সুইচ গিয়ার চাকু, পাঁচ পিস ইয়াবা এবং ২৫ গ্রাম গাঁজা জব্দ করেছে র্যাব।
গ্রেফতাররা হলো, শরীয়তপুর জেলার রিফাত (২০), রাজধানীর খিলগাঁও এলাকার দীপু (১৯), কিশোরগঞ্জ জেলার শান্ত সিদ্দিক (২২) ও মাদারীপুর জেলার পারভেজ (১৯)।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খিলগাঁও এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তায় জনসাধারণকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ও জখম করে মূল্যবান সরঞ্জাম, মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল ২ জানুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার হওয়া আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর খিলগাঁও, রামপুরা, বনশ্রীসহ আশপাশ এলাকায় পথচারী, রিকশাআরোহী এবং সিএনজির যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিস ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/এসএসএ