Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের নতুন বিধিনিষেধে বেনাপোলে বাড়তি সর্তকতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ১৮:০৪

বেনাপোল: ভারতের পশ্চিমবঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। এ কারণে সোমবার (৩ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়।

বেনাপোল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান জানান, মেডিকেল ও বিজনেস ভিসা (আমদানি-রফতানি ডকুমেন্ট) ছাড়া কাউকে ভারতে প্রবেশ করতে দিচ্ছে না ভারতীয় ইমিগ্রেশন। গত ৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোট ৬২ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি রাজু আহমেদ জানান, পশ্চিমবঙ্গে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে। এজন্য আমরাও সতর্কতামূলক অবস্থানে আছি। তবে, আজ থেকে হঠাৎ করে যাত্রী পারাপার কমে গেছে।

তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য কর্মকর্তারা যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। ভারতফেরত ১২ বছরের বেশি বয়সী যাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ থাকলেও র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ নতুন বিধিনিষেধ বাড়তি সর্তকতা বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর