Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ, পাসপোর্টের পরিচালকের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ২০:৫৫

ঢাকা: অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে দুদক সূত্রে জানা গিয়েছে।

কমিশন সূত্রে জানা যায়, তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে ২০১৯ সালের ২৮ নভেম্বর সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। ২০২০ সালের ২২ জানুয়ারি সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। যেখানে তিনি নিজের নামে ৩ কোটি ২২ লাখ ১৬ হাজার ৮১৫ টাকার স্থাবর সম্পদ ও ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩৯৪ টাকার সম্পদের কথা উল্লেখ করেন।

আরও জানা যায়, দুদকের অনুসন্ধানে ৪ কোটি ৫০ লাখ ৮৫ হাজার ১৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও ৫৮ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকার উৎস পাওয়া যায়নি।

সারাবাংলা/এসজে/পিটিএম

দুদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর