Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শত্রুতার জেরে কাটা পড়ল ক্ষীরা গাছ, ৪ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ২১:২৮ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ২১:৩০

কক্সবাজার: শহরের পশ্চিম বাহারছড়ায় গভীর রাতে পূর্ব শক্রতার জেরে দুর্বৃত্তরা ক্ষীরা ক্ষেতের সব গাছ কেটে ফেলেছে। যেখানে প্রায় ৫ হাজারের বেশি ফল আসন্ন গাছ ছিল। যার ক্ষতি প্রায় ৪ লাখের বেশি।

পশ্চিম বাহারছড়ার নির্মাণাধীন শিশুপ্রার্কের সামনের সবজি ক্ষেতে রোববার গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটায়।

সোমবার (৩ জানুয়ারি) ক্ষেতের মালিক মোহাম্মদ মাসুদের স্ত্রী নুর বেগম জানান, তারা গরীব মানুষ। কিস্তি নিয়ে ক্ষীরার ক্ষেত করেছেন। প্রত্যেকটা গাছেই ফুল এবং ছোট-ছোট ফল আসছিল। আশা ছিল ফল বিক্রি করে লাভের মুখ দেখবেন। কিন্তু শক্ররা তা হতে দেয়নি। গভীর রাতে কে বা কারা তাদের ক্ষেতের প্রত্যেকটি গাছ কেটে ফেলেছে।

ক্ষেতের মালিক মোহাম্মদ মাসুদ জানান, তার তেমন কোন শক্র নেই। কিন্তু ক্ষেতের জায়গা বণ্টন নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা চান।

সারাবাংলা/এমও

কাঁটা ক্ষীরা গাছ