Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
৪ জানুয়ারি ২০২২ ০৯:৪৮

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে সম্প্রতি লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সোমবার (৩ জানুয়ারি) সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানায়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে পাঠানো এক শোকবার্তায় ড. জয়শঙ্কর ভারত সরকার এবং তার নিজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি তাদের প্রিয়জনদের আকস্মিক মৃত্যুর শোক সইবার মানসিক শক্তি কামনা করেন।

বিজ্ঞাপন

তিনি একইসঙ্গে এ দুর্ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং সুস্থভাবে তাদের পরিবারের মাঝে ফিরে যাওয়ারও প্রার্থনা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন লঞ্চের অনেক যাত্রী।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ লঞ্চে অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর