Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীকাল যশোরের ২৬ ইউনিয়নে ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২২ ১৫:২১

যশোর: আগামীকাল বুধবার যশোর সদর ও কেশবপুরের ২৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন। এরমধ্যে সদরের ১৫ ও কেশবপুরের ১১ ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে। ২৬ ইউনিয়নের মধ্যে একটিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ১২৯ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ওয়ার্ডে এক হাজার ৯৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩০৭ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন অফিস।

বিজ্ঞাপন

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদরের ১৫ ইউনিয়নে ২১৫টি ভোট কেন্দ্রে এক হাজার ১৬৬টি ভোট কক্ষে ৪ লাখ ২১ হাজার ৭৩১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

অপরদিকে, কেশবপুরে ১১ ইউনিয়নে ১০৪টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ১ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোট গ্রহণের জন্য ২১৫জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ১৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২ হাজার ৩৩২ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এমও

ইভিএমে ভোট নির্বাচন অফিস ভোট যশোর

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর