Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২২ ১৮:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অস্ত্র-গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতার দু’জনের মধ্যে এক জনের নাম মো. আল আমিন এবং আরেক জন মো. সুমন ওরফে বুশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল ৩ জানুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে শ্যামপুর জুরাইন রেলগেট সিটি করপোরেশন মার্কেটের সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।’

ডিসি বলেন, ‘দু’জন মাদক ব্যবসায়ী শ্যামপুর থানার জুরাইন রেলগেট, সিটি করপোরেশন মার্কেটের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আল আমিন ও সুমনকে গ্রেফতার করা হয়।’

তিনি জানান, ওই দু’জন অস্ত্র-গুলির কোনো লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেনি বলে তাদের গ্রেফতার করা হয়।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর