Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোয়ান গ্রুপের ৩৭ কোটি টাকার ভ্যাট ফাঁকিতে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২২ ১৮:১৭

ঢাকা: সোয়ান গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের ১৩৬ কোটি টাকার বিক্রির তথ্য গোপনের প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বিক্রির এই তথ্য গোপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

মঙ্গলবার (৪ জানুয়ারি) এ অভিযোগে সোয়ান গ্রুপের বিরুদ্ধ মামলা দায়ের করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণাধীণ ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মইনুল বলেন, সোয়ান গ্রুপের তিনটি প্রতিষ্ঠান— সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ফোম), সোয়ান কেমিক্যালস ও সোয়ান ইন্ডাস্ট্রিজের (ম্যাট্রেস) বিরুদ্ধে তদন্ত করে ১৩৬ কোটি ৫ লাখ টাকার বিক্রির তথ্য গোপনের হিসাব পাওয়া গেছে। এর মাধ্যমে প্রায় ৩৬ কোটি ৬৯ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে।

মইনুল খান জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন— সোয়ান গ্রুপের এসব প্রতিষ্ঠান চালান ছাড়াই পণ্য ও সেবা সরবরাহ করে আসছে। এর মাধ্যমে প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়ে থাকতে পারে প্রতিষ্ঠানগুলো। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বর প্রতিষ্ঠানটির গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দেওয়ার নজির পাওয়া যায়।

ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা যায়, সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ফোম) ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে ১০৫ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৫৩৮ টাকার পণ্য বিক্রি করেছে। তবে তারা স্থানীয় ভ্যাট সার্কেলে (গাজীপুর-৩) মাসিক রিটার্নে ৩১ কোটি ১৬ লাখ ৪ হাজার ২৩৪ টাকা বিক্রির হিসাব দেখিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি ৭৪ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৩০৪ টাকা বিক্রির তথ্য গোপন করেছে। এক্ষেত্রে ১১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৮৯৬ টাকা ভ্যাট ফাঁকি হয়েছে। এর ওপর ভ্যাট আইন অনুযায়ী মাসে ২ শতাংশ হারে ৯ কোটি ২১ লাখ ২১ হাজার ৮৯৯ টাকা সুদ প্রযোজ্য।

এছাড়া সোয়ান কেমিক্যালস একই সময়ে পণ্য বিক্রি করেছে ৪৭ কোটি ৬ লাখ ৩০ হাজার ৩৩৯ টাকার। কিন্তু গাজীপুর-৩ ভ্যাট সার্কেলে জমা দেওয়া রিটার্নে ২৯ কোটি ১৩ লাখ ১০ হাজার ৯২২ টাকা বিক্রির হিসাব দেখিয়েছে। এর মাধ্যমে ১৭ কোটি ৯৩ লাখ ১৯ হাজার ৪১৭ টাকা বিক্রির তথ্য গোপনের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৯১৩ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ওপর মাসে ২ শতাংশ হারে প্রযোজ্য সুদ ২ কোটি ২ লাখ ৬৩ হাজার ৫৫৪ টাকা।

অন্যদিকে সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ম্যাট্রেস) ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে ৮৬ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৩৪৯ টাকার পণ্য বিক্রি করলেও মাসিক রিটার্নে ৪২ কোটি ৭৪ লাখ ৩ হাজার ৭৮৭ টাকা বিক্রির তথ্য দেখিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি ৪৩ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ৫৬২ টাকা বিক্রির তথ্য গোপন করেছে। এর মাধ্যমে ভ্যাট ফাঁকি দিয়েছে ৬ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার ৬৮৪ টাকা। এর ওপর মাসে ২ শতাংশ হারে ৫ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৭৫২ টাকা সুদ প্রযোজ্য।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তথ্য বলছে, প্রতিষ্ঠান তিনটির মোট অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ২০ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৪৯৩ টাকা। এর ওপর প্রযোজ্য সুদ ১৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ২০৫ টাকা। সব মিলিয়ে সোয়ান গ্রুপের প্রতিষ্ঠান তিনটি সরকারকে ৩৬ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৬৯৮ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।

সারাবাংলা/এসজে/টিআর

ভ্যাট গোয়েন্দা ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ভ্যাট ফাঁকি সোয়ান গ্রুপ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর