বাংলাদেশে ঢুকে মাতলামি, ভারতীয় নাগরিক আটক
৪ জানুয়ারি ২০২২ ২০:০৪
কুড়িগ্রাম: বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবকের নাম আনোয়ারুল হক (২১)। মদ পান করে মাতাল হয়ে এক বাংলাদেশিকে ছুরিকাঘাত করেন তিনি। মঙ্গলবার (৪ জানুয়ারি) তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী হিন্দুটারী এলাকা থেকে গতকাল সোমবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে আনোয়ারুলকে আটক করে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে মামলা দিয়ে ওই যুবককে পুলিশের হাতে সোপর্দ করে বিজিবি।
আটককৃত আনোয়ারুল ভারতের কুবিহার জেলার দিনহাটা থানার শেউটি -২ গ্রামের সাইফুর হকের ছেলে।
ওই এলাকার স্থায়ী বাসিন্দা সুলতান মিয়া জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাটাতারের বাহিরে বসবাসকারী আটক ভারতীয় ওই যুবক ৯৪২ নং আর্ন্তজাতিক মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তিনি মদ্য পান করে মাতাল হয়ে গংগারহাট এলাকার বিভিন্ন জনকে গালমন্দ করে। তাকে বাধা দিতে গেলে ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে এলাকার রবিদাস চন্দ্রের ছেলে নান্টু চন্দ্রকে আঘাত করে। এতে নান্টু গুরুতর আহতের খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জড়ো হয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবিকে খবর দেয়। বিজিবি ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। অপর দিকে আহত যুবককে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
লালমনিহাট ১৫ বিজিবি’র আধীন কাশিপুর কোম্পানি কমান্ডার আশরাফ আলী ঘটনার সত্যতা শিকার করে বলেন, আটককৃত যুবক বিনা পাসপোর্ট বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজিব কুমার রায় জানান, বিজিবি বাদী হয়ে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামীকে মঙ্গলবার জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।
সারাবাংলা/এনএস