ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে নীল দলের প্রার্থী ড. জিয়া
৪ জানুয়ারি ২০২২ ২০:০৪
ঢাকা: সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাদেকা হালিমকে অভ্যন্তরীণ নির্বাচনে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে ডিন নির্বাচনে নীল দল থেকে প্রার্থী হচ্ছেন ক্রিমিনোলোজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক ড. জিয়া রহমান।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে এই অনুষদকে কেন্দ্র করে দ্বিতীয়বারের মতো আয়োজিত নীল দলের অভ্যন্তরীণ নির্বাচনে ১৯ ভোটের ব্যবধানে অধ্যাপক ড. জিয়া রহমান জয়লাভ করেন।
এর আগে, গত পহেলা জানুয়ারি নীল দলের এক সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুষদসমূহের ডিন পদে প্রার্থী চূড়ান্ত করা হয়। সেদিন সর্বমোট দশটি অনুষদের নয়টিতে একজন করে প্রার্থী চূড়ান্ত করা গেলেও সামাজিক বিজ্ঞান অনুষদে সমান সংখ্যক ভোট পান অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক ড. জিয়া রহমান। এতে করে ওই অনুষদে দুজনই মনোনয়ন জমা দেন। পরে নীল দলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পুনরায় নির্বাচনের আয়োজন করা হয়।
সূত্র জানায়, অনুষ্ঠিত নির্বাচনে সর্বমোট ১৬০জন ভোট দেন। এতে অধ্যাপক জিয়া রহমান পান ৮৯ ভোট, অন্যদিকে অধ্যাপক সাদেকা হালিম পান ৭০ ভোট। বাকি একটি ভোট নষ্ট হয়। নামপ্রকাশে অনিচ্ছুক নীল দলের একজন শিক্ষক সারাবাংলাকে বলেন, ‘আগামীকাল অধ্যাপক সাদেকা হালিম তার মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।’
সারাবাংলা/আরআইআর/পিটিএম