Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত বছর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে ৫৯%

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২২ ২১:৫৬ | আপডেট: ৪ জানুয়ারি ২০২২ ২২:০৫

বিদায়ী ২০২১ সালে বিশ্ববাজারে পেট্রোলিয়ামজাতীয় পণ্য তথা জ্বালানির বাজারে ছিল ব্যাপক অস্থিতিশীলতা। বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগে জ্বালানির দরের ব্যাপক উত্থান ঘটে। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) নতুন একটি প্রতিবেদনের তথ্য বলছে, সব মিলিয়ে গেল বছরে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বেড়েছে ৫৯ শতাংশ।

গত বছর অন্যান্য পণ্যেরও দর বেড়েছে বিশ্বব্যাপী। তবে পেট্রোলিয়াম পণ্যের দাম বেশিরভাগ পণ্যকে ছাড়িয়ে গছে। গোল্ডম্যান স্যাকস পণ্য সূচকে (জিএসসিআই) দেখা গেছে, ২০২১ সালে বিশ্ববাজারে পণ্যের দর বেড়েছে ২০ শতাংশ, যেখানে পেট্রোলিয়াম পণ্যের দর বেড়েছে এর চেয়েও প্রায় তিন গুণ বেশি— ৫৯ শতাংশ। তবে একই সময়ে বিশ্ববাজারে ধাতব পণ্যের দর কমেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- দাম কমাতে মজুত থেকে ৫ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্র

পণ্য সূচকের মধ্যে জ্বালানি বিভাগে সবচেয়ে বেশি উত্থান ঘটেছে আরবিওবি গ্যাসোলিনের। পেট্রোলিয়ামজাতীয় এই পণ্যের দাম বেড়েছে ৬৭ শতাংশ। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৬২ শতাংশ, ব্রেন্টের দর বেড়েছে ৫৫ শতাংশ।

গত বছরের মাঝামাঝি সময় থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির তীব্রতা কমে যাওয়ায় তেলের চাহিদা বাড়তে থাকে। তবে এর বিপরীতে পর্যাপ্ত জোগান দিতে পারেনি তেল উত্তোলক দেশগুলো। এতে তেলের দর লাফিয়ে বাড়তে থাকে। এর প্রভাব পড়ে বাংলাদেশেও, বেড়ে যায় ডিজেলসহ বেশিরভাগ জ্বালানির দাম।

এমন পরিস্থিতিতে ভোক্তা দেশগুলোর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। তেলের দরে লাগাম টানতে যুক্তরাষ্ট্র-চীনসহ শীর্ষ ভোক্তারা মজুত থেকে তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই/টিআর

ইআইএ এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জ্বালানি তেল টপ নিউজ পেট্রোলিয়াম পণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর