Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল ট্রেনের ৪ বগি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ১০:৪২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১৪:৪৩

দিনাজপুর: পার্বতীপুরে বালু বোঝাই একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের চারটি বগি রেললাইনের পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে গেছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে বুধবার (৫ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি বুধবার সপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে দিনাজপুর থেকে যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালু বোঝাই ড্রাম্প বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকায় ট্রেনটি সজোরে বালুর ট্রাককে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের পিছনে থাকা চারটি বগি পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগমমুখী সকল ধরনের ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ ট্রাক ট্রেন দিনাজপুর পার্বতীপুর

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর