Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় ১ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ১৪:৪১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১৭:৫৭

ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ার উপজেলার চাতরী ইউনিয়নের সিংহড়া রামকানাই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ওম্কার দত্ত (৪৮) ওই এলাকার নেপাল দত্তের ছেলে।

এর আগে দুপুর ১২টার দিকে লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়ায় মেম্বার প্রার্থী রঘুনাথ সরকার ও ধনঞ্জয় বিশ্বাসের সমর্থকরা। এতে আহত হন ওম্কার দত্ত।

ওম্কার দত্তের স্বজনদের বরাত দিয়ে হাসপাতালের পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের কিলঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন ওম্কার। পরে তাকে দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে আঘাতের চিহ্ন নেই।

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর