টেকনাফে ১ কেজি আইস জব্দ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ১৭:২৫
৫ জানুয়ারি ২০২২ ১৭:২৫
কক্সবাজার: টেকনাফে নাফ নদীর সীমান্ত এলাকা থেকে ৫ কোটি টাকা মূল্যের এক কেজি আইস জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৪ জানুয়ারি) এসব মাদক উদ্ধার করা হয়।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং এলাকার ৫ নম্বর স্লুইচ গেটের পানির নিচে পিলারের সঙ্গে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। এসময় কোনো পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
সারাবাংলা/এসএসএ