Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদার কিছু হলে সরকারের প্রত্যেককেই আসামি করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ১৮:২৪

ঢাকা: উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটলে সরকারের প্রত্যেককেই হত্যা মামলার আসামি করা হবে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ মানববন্ধন আয়োজন করে।

বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারা (সরকার) জেনে শুনেই পূর্বপরিকল্পিতভাবে একটা হত্যার ষড়যন্ত্র করছে। তারা দেশনেত্রীকে হত্যা করতে চায়। আমরা পরিস্কার করে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে।’

তিনি বলেন, ‘আজকে এ কথা প্রমাণ হয়েছে যে এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। দেশের মানুষ যখন দল মতনির্বিশেষে চাচ্ছে তাকে (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক, তখন শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা অত্যন্ত ভয়াবহভাবে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা যখন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কথা বলছেন, তখন কোনো ব্যবস্থাই তারা করছে না। উপরন্তু আইনের কথা বলে তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করছেন। কোনো আইন মানুষের চেয়ে বড় নয়। আজকে দেশের জন্য তার যে অবদান সেই অবদানকে স্বীকার করে তাকে এই মুহূর্তে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার।’

বিজ্ঞাপন

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের যে চিকিৎসকরা আছেন, তারা অত্যন্ত আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তারা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন দেশনেত্রীকে বাঁচিয়ে রাখার জন্য। গত পরশুও তার রক্তক্ষরণ হয়েছে। আমি গতকাল ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন, আমাদের যে চিকিৎসার সুবিধা আছে, যে কারিগরি সাপর্ট আছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এখন যা করছি তা অত্যন্ত সাময়িক। যেকোনো সময়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের আংশকা মারাত্মক হয়ে দেখা দিতে পারে।’

মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর দক্ষিণের আহবায়ক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, এবিএম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, নাজিম উদ্দিন আলম,শামীমুর রহমান শামীম, কাজী রওনকুল ইসলাম টিপু, যুব দলের মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মহানগর বিএনপির নবী উল্লাহ নবী, ফেরদৌসী আহমেদ মিষ্টি, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, জাসাসের জাকির হোসেন রোকন, মতস্যজীবী দলের আবদুর রহিম, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, ছাত্র দলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

সারাবাংলা/এজেড/একেএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর