Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ২১:২২

ঢাকা: আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ ও ডিসপেন্সিং ইউনিটের ভেরিভিকেশন সনদ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় এক পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে এ মামলা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, যাত্রাবাড়ী থানার স্পিড বার্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও একই এলাকায় অবস্থিত মেসার্স রানা ইন্টারন্যাশনাল বিল্ডার্স সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, ডব্লিউ.জেড সিএনজি ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন লিমিটেড এবং মেসার্স ইউনাইটেড ক্যাব লিমিটেড-এ মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) রোশনা আক্তার অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিএসটিআই মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর