রেললাইন ভেঙে যাওয়ায় পার্বতীপুর-ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ
৫ জানুয়ারি ২০২২ ২১:৩৫
দিনাজপুর: হিলিতে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকা ও পার্বতীপুর এবং খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইন স্বাভাবিক করতে মেরামত কাজ করছেন রেলওয়ে কর্মীরা। রেল চলাচল স্বাভাবিক চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় রেললাইন ভাঙার ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলের উপ-প্রকৌশলী বজুলর রশিদ।
হিলি রেলের উপ-প্রকৌশলী বজলুর রশিদ জানান, বুধবার সন্ধা ৭টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে ডাঙ্গাপাড়া রেল স্টেশন অতিক্রম করার সময় রেল-গেট এলাকার প্রায় দুই ফিট রেল-লাইন ভেঙে যায়। তবে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এদিকে রেল-লাইন ভেঙে যাওয়ায় ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেল স্টেশনে যাত্রী নিয়ে আটকা পড়ে আছে।
মেরামতের কাজ চলছে। আশা করছি, রেল চলাচল দ্রুত স্বাভাবিক হবে— বলেন রেলের উপ-প্রকৌশলী বজলুর রশিদ।
সারাবাংলা/একে