Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ জেলায় নতুন ডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ২১:৪১

ঢাকা: গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল-আমীনের সই করা প্রজ্ঞাপনে গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ি, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ, চাপাইনবাবগঞ্জ এই তের জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) আনিসুর রহমানকে গাজীপুর জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিসকে নারায়ণগঞ্জে, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাক্ষ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে পাঠানো হয়েছে নওগাঁয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের (উপসচিব) উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়েন উপ-সচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিনকে নীলফামারী, একই মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলিউর রহমানকে গাইবান্ধা এবং উপ-সচিব মনিরা বেগমকে ঝিনাইদহে আর ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মজিবুর রহমানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের জেলা প্রশাসক কার্যালয়ের উপসচিব এ কে এম গালিভ খান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

১৩ জেলা জেলা প্রশাসক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর