Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরার ১৬ ইউপিতে আ.লীগ ৯, ‘বিদ্রোহী’ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ২২:৫১

সাতক্ষীরা: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতক্ষীরার তিন উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৯ প্রার্থী। বাকি সাত ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ‘বিদ্রোহী’ প্রার্থীরা। এছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত দুই জন এবং বিএনপি সমর্থিত এক জন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ভোটে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয় সবগুলো ইউনিয়নে। ভোটগণনা শেষে রাত পৌনে ১০টার দিকে বেসরকারি ফল পাওয়া যায়।

বিজ্ঞাপন

প্রাপ্ত ফলে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে মধ্যে আওয়ামী লীগের যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন— বুধহাটায় মো. মাহবুবুল হক ডাবলু, দরগাহপুরে শেখ মিয়ারাজ আলী আশাশুনি সদরে এস এম হোসেনুজ্জামান, কাদাকাটিতে দীপঙ্কর কুমার সরকার দীপ ও খাজরায় এস এম শাহনেওয়াজ ডালিম।

এই উপজেলার আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলে জয় পেয়েছেন কুল্যায় ওমর সাকী ফেরদৌস পলাশ, শ্রীউলায় দীপংকর বাছাড় দিপু ও বড়দল ইউনিয়নে জগদীশ চন্দ্র সানা।

এছাড়া শোভনালী ইউনিয়নে জামায়াত সমর্থিত মাওলানা আবু বকর সিদ্দিক ও প্রতাপনগরে জামায়াত সমর্থিত হাজী মো. দাউদ আলী এবং আনুলিয়ায় বিএনপি সমর্থিত রুহুল কুদ্দুস জয় পেয়েছেন বেসরকারি ফলে।

এদিকে, শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ভুরুলিয়া ইউনিয়নে জাফরুল আলম বাবু, শ্যামনগর সদরে অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু ও ইশ্বরীপুরে অ্যাডভোকেট জি এম শোকর আলী। তারা তিন জনই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী স ম গোলাম মোর্শেদ ও কুশোডাঙ্গায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গাজী সাঈদ আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ নিয়ে সাতক্ষীরা জেলায় ৭৮টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ছাড়া বাকি সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলো।

সারাবাংলা/টিআর

৫ম ধাপের ইউপি নির্বাচন ইউপি নির্বাচন ইউপি নির্বাচনে ভোট

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর