Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলামোটরে যমুনা টিভির অফিসে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ১২:১১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১৫:৫৬

ঢাকা: রাজধানীর বাংলামোটরে অবস্থিত রাহাত টাওয়ারের ১১ তলায় যমুনা টিভির অফিসে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকালে আগুন লাগার খবর পাওয়ার পর শুরুতে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য যায়। এরপর ১১টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী সারাবাংলাকে বলেন, ফায়ার সার্ভিস ধারণা করছে এসি থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে অফিসের সিলিংয়ে আগুন দেখতে পাওয়া যায়। এরপর নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি জানান, এই ফ্লোরে ১৫টি ক্যামেরা, তিনটি এডিটিং প্যানেল এবং একটি স্টুডিও ছিল। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

সারাবাংলা/জেআর/এএম

আগুন টপ নিউজ বাংলামোটর