Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘চোখ রাঙাচ্ছে’ করোনা, ২২ দিন পর মৃত্যুর তথ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ১৩:৪৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১৭:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ২২ দিন পর করোনায় একজনের মৃত্যুর তথ্য এসেছে। এছাড়া গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনার সংক্রমণ আবারও বাড়ছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলা ও মহানগর মিলিয়ে ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক শূন্য দুই শতাংশ। একমাস আগে গত ৪ ডিসেম্বর চট্টগ্রামে করোনার সংক্রমণ শূন্য ছিল।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ১৭৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজেটিভ আসে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরীর ৪৮ জন এবং উপজেলার ৫ জন।

বুধবারের প্রতিবেদনে নতুন করে ৫৩ জনের শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল। শনাক্তের হাত ৩ দশমিক ৩৫ শতাংশ। মঙ্গলবার ৩৫ জন, সোমবার ২৩ জন, রোববার ১৬ জন, শনিবার ৯ জন শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম শহরের বাইরে করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে। সর্বশেষ গত বছরের ১৪ ডিসেম্বর শহরের বাইরে করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর তথ্য এসেছিল ওই প্রতিবেদনে। এর ২০ দিন আগে ২৪ নভেম্বর একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গত প্রায় চারমাস ধরে চট্টগ্রামে করোনায় মৃত্যুর তথ্য তেমন পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘করোনায় গত চার মাসে মৃত্যু সেভাবে হয়নি। তবে গত এক সপ্তাহ ধরে সংক্রমণের হার ঊর্দ্ধমুখী। আজ একজনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি।’

বিজ্ঞাপন

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন এক হাজার ৩৩৩ জন। জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ২ হাজার ৮২২ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই বছরের ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যান।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর