Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসটিআই’র অভিযানে এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ১৭:১৪

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বিএসটিআই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, উত্তরার নর্থ টাওয়ারে আমানা বিগ বাজার লি. নামের প্রতিষ্ঠানটির ঘরণী ব্রান্ডের হলুদগুড়া, জিরাগুড়া, ধনিয়াগুড়া, মেমোরী চিড়া ভাজা, আমানা ব্রান্ডের মিক্সড ডাল, বিপিএম খেসারির ডাল, দিগন্ত চিনা বাদাম, কাঠ বাদাম, ইসপগুল, লবঙ্গ, আমানা এলাচ, দিগন্ত এলাচ, মেমোরি মিষ্টি মোনেক্কা, হাইকো দারচিনি, রেডকাউ বাটার ওয়েল, আড়ং কালিজিরা ন্যাচারাল সুগন্ধি চাল, বিডি লাচ্চা সেমাই, কাজী ফার্মস কিচেন ব্রান্ডের ড্রাই ফিস পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছিল না। এছাড়া চারটি ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদও ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান’র নেতৃত্বে পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

জরিমানা বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর