Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান থেকে জাহাজ কেনার চুক্তি ৩৩ বছর পর বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ১৭:৪১

ঢাকা: ১৯৮৮ সালের ১৩ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদনের পর পাকিস্তানের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের দুটি জাহাজ কেনার চুক্তি হয়েছিল। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে সেই চুক্তি বাতিল করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, চুক্তি অনুযাী আমরা ডলার দিইনি। ফলে তারা জাহাজও দেয়নি। ৩৩ বছর আগে করা সেই চুক্তি বাতিল হলো।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি এজেন্ডায় ছিল। সে হিসেবে দুটি জাহাজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ১১টায় মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

পাকিস্তান থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুইটি কন্টেইনার জাহাজ কেনার জন্য খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘পাকিস্তান সরকার তাদের করাচি শিপইয়ার্ডকে ৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিল। কিন্তু আমরা টাকা দেইনি।’

চু্ক্তিটি এতদিন হওয়ার পরেও কিছু হয়নি বলে মন্ত্রিসভা চুক্তিটি বাতিল করে দিয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একে

চুক্তি টপ নিউজ পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর