ইউপি সদস্য পদে ফের নির্বাচনের দাবিতে অবরোধ, পুলিশ আহত
৬ জানুয়ারি ২০২২ ১৮:৫৯
জয়পুরহাট: পাঁচবিবি উপজেলায় পঞ্চম ধাপে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বারোকান্দ্রি ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য পদে তালা প্রতীকের মেম্বার প্রার্থী নুরনবী বিপুল ভোটে নির্বাচিত হন। তবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ভোটে নানা অনিয়ম ও ভোট কক্ষে তালা প্রতীকের ব্যালট পেপারে সিল মারার অভিযোগে পরাজিত প্রার্থীরা পুনরায় ইউপি সদস্য পদে নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এসময় বিক্ষোভকারীরা পুলিশের উপরও হামলা করলে দুই পুলিশ সদস্য আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনিয়নের ইউপি সদস্য পদে ভোটে পরাজিত প্রার্থী মোরগ প্রতীকের আব্দুস সামাদ ও ফুটবল প্রতীকের প্রার্থী রিপন ভোট কক্ষে নির্বাচিত তালা প্রতীকের প্রার্থীর ব্যালট পেপারে সিল মারার অভিযোগে দুই যুবককে আটক রাখে। পরে পুনরায় ওই ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচনের দাবিতে তাদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পাঁচবিবি-ডুগডুগি সড়কের বারোকান্দ্রি বাজার এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাখলে দোকানপাটসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত দুই প্রার্থী নির্বাচিত প্রার্থীর সঙ্গে কোন্দলে জরিয়ে পড়ে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে পুলিশের উপরও হামলা করে তারা। এতে পুলিশের এসআই ও এএসআই আহত হয়। বিষয়টি তদন্ত করে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও