চলার পথে কাউকে করুণা করবে না: অনুপম সেন
৬ জানুয়ারি ২০২২ ১৯:৩৬
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নবীন ব্যাচের বরণ ও সমাপনী ব্যাচের বিদায় অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. অনুপম সেন বলেন, ‘যারা স্কুল-কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছ আর যারা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে চলে যাচ্ছ, তোমরা সবাই জীবনের বৃহৎ ক্ষেত্রে প্রবেশ করছ। নিজেদের কল্যাণ যেমন করবে, দেশেরও কল্যাণ করবে। একটা বিষয় অবশ্যই মেনে চলবে- জীবনে চলার পথে ও কর্মক্ষেত্রে কাউকে করুণা করবে না। ভালোবাসা ও মমত্ববোধ দিয়ে মানুষের অন্তর জয় করবে।’
নগরীর দামপাড়া ক্যাম্পাসে ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসিনা মহিউদ্দিন, ইউনিভার্সিটির ট্রেজারার একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহীত উল আলম, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক রোমানা চৌধুরী, সৈয়দ জসিম উদ্দিন, রফিকুল ইসলাম।
সারাবাংলা/আরডি/একে