Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা: নিরাপত্তা পরিষদের বৈঠক সোমবার

আন্তর্জাতিক ডেস্ক
৭ জানুয়ারি ২০২২ ১২:০৮

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসবে।

উত্তর কোরিয়া বুধবার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ’র খবরে বলা হয়, এটি ছিল একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। নিরাপত্তা পরিষদের স্থায়ী তিন সদস্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য ছাড়াও আয়ারল্যান্ড ও আলবেনিয়ার অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার বুধবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে যেসব দেশ তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা রয়েছে।

এ সব দেশ বলছে, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরাপত্তা পরিষদের একাধিক শর্তাবলীর লংঘন এবং এ অঞ্চল তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্যে হুমকি।

তবে পিয়ংইয়ং যুক্তি দেখাচ্ছে, আমেরিকার সম্ভাব্য আগ্রাসন থেকে আত্মরক্ষার জন্যে সামরিক প্রযুক্তির এই অব্যাহত অগ্রগতির প্রয়োজন তাদের রয়েছে।

সারাবাংলা/এএম

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর