Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশাশুনিতে নবনির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীসহ গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২২ ১৭:৩২

সাতক্ষীরা: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও পরাজিত প্রার্থী ওহিদুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোররাতে তাদের গ্রেফতার দেখানো হয়।

এর আগে, তারা দুই জন বাদী হয়ে রাতে পাল্টাপল্টি দু’টি মামলা দায়ের করেন। মামলা দু’টিতে তারা দুই জনই একে অপরের নামসহ ১৬ জন করে আসামি করেন।

গ্রেফতারকৃতরা হলেন- নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম, পরাজিত বিদ্রোহী প্রার্থী ওহিদুল ইসলাম, রাব্বি সরদার, মোস্তাকিম, মোহাম্মদ আলী ও রাসেল মোল্লা।

পুলিশ জানায়, বুধবার শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবার পর আশাশুনির খাজরা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে বিজয়ী প্রার্থী শাহনেওয়াজ ডালিমের কর্মী-সমর্থকরা পরাজিত অহিদুলের বাড়িতে হামলা চালায়। সকালে গেট ভেঙে তারা ওহিদুলের বাড়িতে ঢোকার চেষ্টা করে। এসময় জীবন বাঁচাতে ওহিদুল তার বাড়ির ছাদের উপর থেকে লাইসেন্সকৃত শর্টগান দিয়ে ১৭ রাউন্ড রাবার কার্তুজ ছুড়েন।

উভয়পক্ষের সংঘর্ষে এসময় কয়েকজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। বিক্ষুব্ধ জনতা এ সময় ওহিদুলের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও গুলিসহ ওহিদুলকে গ্রেফতার করেন। পরে পুলিশ নবনির্বাচিত চেয়ারম্যান ডালিম ও তার কর্মী-সমর্থকরা অনাধিকারভাবে ওহিদুলের বাড়িতে প্রবেশের চেষ্টা ও খুন-জখমের হুমকির অভিযোগে তাকেও গ্রেফতার করেন।

আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম তার প্রতিদ্বদ্বী প্রার্থী ওহিদুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে, পরাজিত প্রার্থী ওহিদুল ইসলামও নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ ১৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এই দুই মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওহিদুলসহ মোট ৬ জনকে রাতেই গ্রেফতার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

আশাশুনি নবনির্বাচিত চেয়ারম্যান পরাজিত প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর