Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইতিতে ২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
৭ জানুয়ারি ২০২২ ১৯:০৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ২২:১৪

হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্সের শহরতলীতে এক সন্ত্রাসী গ্যাং লিডারের সাক্ষাৎকার নিতে গিয়ে মন্ট্রিয়লভিত্তিক রেডিও ইকাউতের সাংবাদিক আমাদি জন ওয়েসলি ও স্থানীয় সাংবাদিক উইলগুয়েনস লুসান্ত নিহত হয়েছেন। তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) টি ম্যাকাক গ্যাং ওই বর্বরোচিত হত্যাকাণ্ড চালায় বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এদিকে, সাংবাদিকদের ওই দলে থাকা তৃতীয় এক জন ওই আক্রমণ থেকে বেঁচে গেছেন বলে জানিয়েছে পুলিশ। দুই সাংবাদিক যে এলাকায় মারা গেছেন তার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক গ্যাংয়ের মধ্যে লড়াই চলছে বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে, ২০২১ সালের জুলাইয়ে এক সন্ত্রাসী হামলায় নিজ বাসভবনে খুন হয়েছিলেন হাইতির প্রেসিডেন্ট মোসে। পরে ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন বিদেশিকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/একেএম

সাংবাদিক পুড়িয়ে হত্যা হাইতি

বিজ্ঞাপন

বদলে গেল পুলিশের লোগো
১১ এপ্রিল ২০২৫ ১২:০৯

আরো

সম্পর্কিত খবর