Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে দেশে ফিরল ২১ শিশু, নারী

লোকাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২২ ২১:৪৯

বেনাপোল (যশোর): ভারতে বিভিন্ন মেয়াদে কারাগারে আটক থাকার পর দেশে ফিরেছে ২১ শিশু, কিশোর, কিশোরী।

এ ধাপে ২৮ জনের ফেরার কথা থাকলেও সাত জনের দেহে করোনা সংক্রমণ (ওমিক্রন ভ্যারিয়েন্ট) শনাক্ত হওয়ায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ২১ জনকে হস্তান্তর করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পরিচালক সেহেলি শাবরিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলীফ রেজা, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ও ইমিগ্রেশন ওসি মো. রাজু।

দেশে ফেরতদের মধ্যে রয়েছে: নড়াইল জেলার জামরিলডাঙ্গা গ্রামের নজরুল সিকদার এর ছেলে আবুদা সিকদার (৯) একই গ্রামের ইউনুসছ মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (১৮) ও ছেলে আয়ান (৬), বাগেরহাট জেলার মুকুল দাস এর ছেলে হৃদয় দাস (১৬), যশোর জেলার সোনা হুসাইন এর ছেলে সাকিল সেখ (১৫), ঠাকুরগাঁও জেলার এনাতুর রহমান এর ছেলে মাসুদ রানা (১৫), বাগেরহাট জেলার নুরুল শেখ এর ছেলে রাব্বি শেখ (১২), একই জেলার নয়া মিয়ার ছেলে রাকিব মিয়া (১০), ঢাকা জেলার জাহাঙ্গীর মিয়ার মেয়ে মুন্নি (১৭), নিহার মন্ডল ছেলে পার্থ মন্ডল (৩), চিটাগাং জেলার মোহাম্মদ আলীর মেয়ে ইয়াসমীন (২০), মুন্সিগঞ্জ জেলার সাইদুর রহমান এর মেয়ে নওশীন রহমান (১৪) ও ফিউনা রাহমন (৯), বাগেরহাট জেলার আব্দুল হালিম এর মেয়ে শিমুল বেগম (২৩), ঢাকা জেলার সাবু শেখ এর মেয়ে আরিফা খাতুন (১৩), ঝিনাইদাহ জেলার আবু তালেব সেখ এর মেয়ে সালমা খাতুন (২৫), নড়াইল জেলার মাসুদ মোল্যার মেয়ে মরিয়ম (৩), হাদিস শেখ এর মেয়ে মুসলিমা বেগম (২৫), তার মেয়ে নাইমা খাতুন (৪), শিমুল সেখ এর মেয়ে রুকাইয়া (৪) ও খুলনা জেলার অমল সরকার এর ছেলে রাকেশ সরকার (১৪)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, এরা ভারতে যেয়ে কেউ হারিয়ে যায়, কেউ পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যেমে সে দেশের সেফ হোমে থাকার পর দেশে ফিরেছে।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি বলেন, এরা কেউ কেউ পাচারের শিকার ও কেউ কেউ স্বেচ্ছায় ভারতে অবস্থানের পর সে দেশের পুলিশের কাছে আটক হয়। এরপর বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রানালয়ের যৌথ উদ্যেগে বিভিন্ন সেফ হোমে থাকার পর নাগরিকত্ব যাচাই বাছাই পূর্বক বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছে।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলী সাবরীন বলেন, পশ্চিমবঙ্গে পাচার হওয়া ২৮ শিশু নারীকে উদ্ধার করা হয়, ভারতে তাদের সংক্রমণ পরীক্ষার পর সাত জনের ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। ফলে ২১ জনকে দেশে ফেরানো হয়েছে।

শার্শার ইউএনও মীর আলীফ রেজা বলেন, পাচার হওয়া শিশু ও কিশোর-কিশোরীদের সরকারি প্রচেষ্টায় ফিরিয়ে আনা হয়েছে। এনজিও সংস্থা ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করেছেন।

যশোর মহিলা আইনজীবি সমিতির সমন্বয়কারী রেখা বিশ্বাস বলেন, পাচার হওয়া ও স্বেচ্ছায় যাওয়া হারিয়ে যাওয়া শিশুদের পরিবার থেকে অভিযোগের ভিত্তিতে দেশে ফিরিয়ে আনতে কাজ করেন। ৫-৬ বছর পর্যন্ত জেল ও সেফ হোমে থাকা শিশু কিশোর ও কিশোরীদের দেশে ফিরিয়ে আনেন।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সম্পর্কিত খবর