Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তান বাজারের অগ্নিকাণ্ডে এক যুবক নিহত

সারাবাংলা ডেস্ক
৮ জানুয়ারি ২০২২ ০৯:০১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ০৯:০২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কাপ্তান বাজারের অগ্নিকাণ্ডে একজন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শাতাধিক দোকান পুড়ে গেছে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শনিবার (৮ জানুয়ারি) ভোর ৬টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ভোর সাড়ে ৪টার পর বাজারের কসাইপট্টির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

অগ্নিকাণ্ডে নিহত যুবকের নাম ইয়াসিন (২১)। কিশোরগঞ্জের করিমগঞ্জে তার বাড়ি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

দেওয়ান আজাদ জানান, শনিবার ভোরে কাপ্তান বাজারের কসাইপট্টির দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে একজন নিহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানান হলে বলে জানিয়েছেন ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

সারাবাংলা/এনএস

অগ্নিকাণ্ড কাপ্তান বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর