Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২২ ১০:১১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ১০:১৬

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজার উপজেলায় নুরুন্নাহার নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার ছোট বিনারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুন্নাহার ওই এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের ছেলে কবির হোসেন জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে তাদের পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সন্ধ্যায় তার মা পুরানো বাড়িতেই ছিল এবং তিনি তার মায়ের সঙ্গে ছিলেন। পরে তার মা বাড়ি থেকে বের হয়ে তাদের ক্রয়কৃত বাড়িতে যান। রাতে বাড়ির ভাড়াটিয়া দেখে তার ঘরের দরজা খোলা এবং তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে মাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি আনিছুর রহমান মোল্লা জানান, ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ নারায়ণগঞ্জ বৃদ্ধাকে গলাকেটে হত্যা