Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩


১০ এপ্রিল ২০১৮ ১৭:৪৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে তিনটি আলাদা অভিযানে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তিনজনকে আটক করা হয়।

এরা হলেন, ইব্রাহিম মিয়া (২২), মো. কামাল (৩৮) ও জাহাঙ্গীর আলম (৩১)।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১০টায় নগরীর নিউমার্কেট এলাকা থেকে ইব্রাহিম মিয়া (২২) নামে এক যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তার কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর ইব্রাহিমের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়া করিম নামে এক ইয়াবা বিক্রেতার ঘরে তল্লাশি করে আরও ৭ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মহানগর) শামীম আহমেদ সারাবাংলাকে বলেন, ইব্রাহিম টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীতে বিভিন্ন স্পটে সরবরাহ করত। ড্রাইভার করিমের বাসাকে ইয়াবা মজুদের স্থান হিসেবে ব্যবহার করা হতো।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মিমতানুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেয়াকো বাজারে মঙ্গলবার ভোরে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৪৯ হাজার ৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মো. কামাল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

এর আগে সোমবার রাতে নগরীর ওয়াসার মোড় থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

ভারতের ভিসা পেলেন না পরীমণি
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর