ট্রলারডুবির ৪ দিন পরও নিখোঁজ ৯ যাত্রী, স্বজনদের বিক্ষোভ
৮ জানুয়ারি ২০২২ ১৮:০০
নারায়ণগঞ্জ: ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার ৪ দিন পরও নিখোঁজ রয়েছেন ৯ যাত্রী। নিখোঁজদের ফিরে পেতে অপেক্ষায় থাকা স্বজনরা উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
দুর্ঘটনার ৪ দিনেও ডুবে যাওয়া ট্রলার কিংবা নিখোঁজ যাত্রীর সন্ধান দিতে না পারায় নদীর তীরে অবস্থান নেওয়া স্বজনরা উদ্ধার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। এসময় ক্ষুব্ধ জনতা ও নিখোঁজদের স্বজনরা ধলেশ্বরী নদীর তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
শনিবার (৮ জানুয়ারি) সকালে ৪র্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিখোঁজদের স্বজনরা দুর্ঘটনার ৪ দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে স্বজনরা বিক্ষোভ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ৯ জন নিখোঁজ হয়। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসসহ আরও চারটি সংস্থা।
সারাবাংলা/এমও