Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভেচ্ছা সফরে বাংলাদেশে জাপানের ২ যুদ্ধজাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২২ ১৮:৫৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ২১:০১

চট্টগ্রাম ব্যুরো: জাপানের সমুদ্র প্রতিরক্ষা বাহিনীর দু’টি যুদ্ধজাহাজ তিনদিনের শুভেচ্ছ সফরে বাংলাদেশে পৌঁছেছে। বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে এই সফর বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে জাপানের যুদ্ধজাহাজ উরাগা ও হিরাডো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দুটিকে স্বাগত জানায়।

বিজ্ঞাপন

এরপর নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদুত ইতো নাওকি এবং নৌবাহিনীর স্থানীয় পদস্থ কর্মকর্তারা ছিলেন।

এর আগে, সফরকারী জাহাজ দু’টি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’ অভ্যর্থনা জানায়। জাহাজ দুটি বাংলাদেশে অবস্থানকালে জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জাহাজ দুটি সোমবার বাংলাদেশ ছেড়ে যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

বাংলাদেশ সফর যুদ্ধজাহাজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর