Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিক নির্বাচ‌নে নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে ব্যবস্থা: নানক

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২২ ২৩:৩৩

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দলের ভেতরে থেকে নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নানক সতর্ক করে বলেন, যারা নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন, তারা নৌকার পক্ষে কাজ না করলে সেটি নিজের সঙ্গে বেইমানি করা হবে। দলের ভেতরে কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা বিভক্তি নেই। এখানে ব্যক্তি কোনো বিষয় নয়। কেউ দায়িত্ব পালন করবেন কি না সেটি তার ওপর বর্তায়। দায়িত্ব পালনে ব্যর্থ হলে দলের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে।

জাতীয় পার্টির প্রসঙ্গে নানক বলেন, আওয়ামী লীগ তাদেরও সমর্থন আশা করে। নৌকার সমর্থনই নিয়ে সদর আসনে লাঙ্গল প্রতীকে পাস করেছেন জাপার প্রার্থী। অথচ, তারা নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, জাপা মহাজোটের অংশ। সিটি নির্বাচনে তারা একজনকে সমর্থন দিয়েছে, রাজনীতি শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, কেউই অপরিহার্য নয়। দলের প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না। জাপা তৈমুরের পক্ষ নিয়েছে। জোটগতভাবে অনেক প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয়ভাবে আমারা জাতীয় পার্টির সঙ্গে কথা বলেছি। আজকালের মধ্যে তারা গণমাধ্যমে বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করবেন।

আরও উপস্থিত ছিলেন বা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেনসহ অনেকেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

আওয়ামী লীগ জাহাঙ্গীর কবির নানক টপ নিউজ নাসিক নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর