গুলিস্তানে বাসচাপায় মৃত্যু: মেঘলা পরিবহনের চালক গ্রেফতার
৮ জানুয়ারি ২০২২ ২৩:৫২
ঢাকা: রাজধানীর গুলিস্তানের মুরগিপট্টিতে ফ্লাইওভার থেকে নামার সময় মেঘলা পরিবহনের বাসের ধাক্কায় দুইজন পথচারীর নির্মম মৃত্যুর ঘটনায় বাসের চালককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার চালকের নাম রাকিব হাসান।
শনিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ওয়ারী এলাকা তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হেসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত আগামীকাল (রোববার) জানানো হবে।’
মেঘলা পরিবহনের বাসটি পথচারীদের ওপর উঠে পড়ে: পুলিশ
এর আগে, শনিবার বিকেলে গুলিস্তানে বাস চাপায় দুই জন নিহতের ঘটনায় ওয়ারী থানায় নিহত শেখ ফরিদের ছোট ভাই শাকিল একটি মামলা করেন। মামলা নম্বর-৭।
উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসটি ফ্লাইওভারের পকেট গেটের কাছে পথচারীদের ওপর উঠে পড়ে। এতে দুই পথচারী মারা গেছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গুলিস্তানে বাসচাপায় নিহত ২
সারাবাংলা/ইউজে/এমও