‘নরকের পথ’ বন্ধ করার পরিকল্পনা তুর্কমেনিস্তানের
৯ জানুয়ারি ২০২২ ১৩:৩৪
তুর্কমেনিস্তানে ‘নরকে প্রবেশের পথ’ নিভিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ। দেশটির মরুভূমিতে বিশাল একটি গর্ত, যেখানে প্রচুর গ্যাসের মজুদ রয়েছে। আর এটিতে গতকয়েক দশক ধরে আগুন জ্বলছে। তাই গর্তটিকে ‘নরকের প্রবেশের পথ’ হিসেবে ডাকা হয়। খবর বিবিসি।
দেশটির পরিবেশ ও স্বাস্থ্যগত কারণসহ গ্যাস রফতানি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে বিশাল গর্তে জ্বলতে থাকা আগুন নিভানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ।
টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ বলেন, ‘আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি, যা থেকে উল্লেখযোগ্য মুনাফা পেতে পারি। আর সেই অর্থ জনগণের কল্যাণে ব্যবহার করতে পারি।’একইসঙ্গে গর্তটির আগুন নেভানোর উপায় খুঁজে বের করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
দেশটির কারাকুম মরুভূমিতে রয়েছে এই বিশাল গর্তটি, যার নাম দারভাজা। আর এই সৃষ্টি নিয়ে রয়েছে রহস্য। অনেকের বিশ্বাস ১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক ভুল অপারেশনের কারনে এটির সৃষ্টি হয়।
কিন্তু কানাডার গবেষক জর্জ কাউরুনিস ২০১৩ সালে গর্তের গভীরতা পরীক্ষা করেছিলেন। ওই সময় তিনি আবিষ্কার করেছিলেন যে, এটি কীভাবে শুরু বা সৃষ্টি হয়েছিল তা আসলে কেউ জানে না।
স্থানীয় তুর্কমেন ভূতাত্ত্বিকদের মতে, বিশাল গর্তটি ১৯৬০’র সালের দিকে তৈরি হয়েছিল। আর ১৯৮০ সালের দিকে আগুন জ্বলে ওঠে। এই গর্তটি তুর্কমেনিস্তানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
এর আগেও দারভাজা’র আগুন নিভানোর জন্য অসংখ্য চেষ্টা করা হয়েছে। ২০১০ সালেও বারদিমুখামেদভ বিশেষজ্ঞদের আগুন নেভানোর জন্য একটি উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। পরে ২০১৮ সালে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এটির নামকরণ করেন ‘শাইনিং অব কারাকুম’।
সারাবাংলা/এনএস
গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ তুর্কমেনিস্তান নরকের পথ শাইনিং অব কারাকুম