Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ জানুয়ারি খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন


১৪ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৮

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালত আজ বৃহস্পতিবার এই নতুন দিন ধার্য করেন। শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত এই নতুন দিন দেওয়া হয়।

২০১৪ সালের ২১ অক্টোবর ‘বাংলাদেশ জননেত্রী পরিষদে’র সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলা অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুমানিক বিকাল ৫টায় হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠান সনাতন ধর্মাবলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বক্তব্যে বাংলাদেশের আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেন। মামলায় আরও বলা হয়, খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণীগত বিভেদও সৃষ্টি করেছে।

সারাবাংলা/এআই/টিএম/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর