Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. মুরাদের বিরুদ্ধে স্ত্রীর করা জিডি তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ১৭:৩৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ২১:৩৪

ঢাকা: সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন।

রোববার (৯ জানুয়ারি) ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নন-জিআরও) কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ফুয়াদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৮ জানুয়ারি জিডিটি তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠান তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার সাব-ইন্সপেক্টর রাজিব হাসান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৬ জানুয়ারী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান ডা. মুরাদের স্ত্রী জাহানারা এহসান। পরে তাকে উদ্ধার করে পুলিশ। ওইদিন স্বামীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জাহানারা এহসান।

সারাবাংলা/এআই/এসএসএ

ডা. মুরাদ হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর