৮৬ হাজার পিস ইয়াবার মামলায় ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
৯ জানুয়ারি ২০২২ ১৭:৫৮
ঢাকা: ২০১৬ সালের ৭ জানুয়ারি রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৮৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
রোববার (৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শ্রী সঞ্জয় সাহাকে সাত বছর এবং মো. তৈয়ব ও মো. ওবায়দুলকে চার বছর কারাদণৃড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় সঞ্চয় সাহাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দণ্ডিত অপর দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৭ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইন্সপেক্টর মো. সুমনুর রহমান সঙ্গীয় রেইডিং পার্টি সহকারে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টার দিকে ৪৮, মতিঝিল বাণিজ্যিক এলাকা জনতা ব্যাংক লিমিটেড, মতিঝিল কর্পোরেট শাখার পূর্ব পাশে রাস্তায় অবস্থানকালে আসামি তৈয়ব ও ওবায়দুল প্রত্যেকে একটি করে কাঁধে ঝুলানো ব্যাগসহ আসতে থাকে। সুমনুর রহমান তাদের তল্লাশি করলে তৈয়বের কাছ থেকে ৪৬০০ পিস ইয়াবা, ওবায়দুলের কাছ থেকে ৪৪০০ ও ৪৪৯০ পিস ইয়াবা জব্দ করেন। আসামি ওবায়দুলের স্বীকারোক্তি মতে কালিয়াকৈর থানাধীন মৌচাক চেয়ারম্যান বাড়ী রোডস্থ জিয়াউল হকের বাড়ীর সঞ্জয় সাহার বাসায় অভিযান চালিয়ে ৭৬ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করে।
২০১৬ সালের ১৫ মার্চ মামলাটি তদন্ত শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত বিভিন্ন সময় ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
সারাবাংলা/এআই/একে