আমার পক্ষে থাকা আ.লীগ নেতাদের পুলিশ হয়রানি করছে: তৈমুর
৯ জানুয়ারি ২০২২ ২০:৫৬
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দাবি করেছেন, তার পক্ষে পথসভা ও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে পুলিশ হয়রানি করছে।
রোববার (৯ জানুয়ারি) শহরের মাসদাইরে তার নিজের বাড়িতে গণমাধ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তৈমুর আলম বলেন, ‘সরকার দলীয় নেতারা অবলীলায় বলে যাচ্ছেন, নৌকা জিতবে। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছেন তা নির্বাচনকে প্রভাবিত করবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে সদ্য প্রত্যাহার হওয়া অ্যাডভোকেট তৈমুর বলেন, ‘আমার পক্ষে প্রচারণায় থাকায় ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনের বাড়িতে পুলিশি অভিযান চালানো হয়। আর তার কর্মচারীকেও আটক করা হয়েছে। এভাবে ২৭টি ওয়ার্ডে সরকার দলীয় নেতারা তার পক্ষে থাকায় ট্রাক ভর্তি পুলিশ গিয়ে তাদের বাড়িতে হয়রানিমূলক অভিযান চালাচ্ছে।’
‘তৈমুর আলম স্বতন্ত্র নয়, শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী’, আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীর এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত আচরণ। আমি ওসমান পরিবারের প্রার্থী নই, আমি জনতার প্রার্থী।’
এসময় তার পাশে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা এস এম আকরাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুসহ অনেকে।
সারাবাংলা/এমও