তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেন নাই: নানক
৯ জানুয়ারি ২০২২ ২১:৫৩
নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। টের পাবেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে। যে আশায় রয়েছেন, সে আশায় গুঁড়েবালি।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রোববার (৯ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, ‘চুলচেরা বিশ্লেষণ করেই ডা. সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ সিটি করেপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে। লক্ষাধিক ভোট বেশি পেয়ে আইভী নির্বাচিত হবেন।’
নৌকা প্রতীকে ভোট চেয়ে নানক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য মানুষকে আবার মনোনয়ন দিয়েছেন, তিনি হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আপনারা আইভীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
স্বতন্ত্র প্রার্থী তৈমুরের উদ্দেশে নানক আরও বলেন, ‘উনি বিএনপিও না, আওয়ামী লীগও না। তাহলে আপনি কেডা? আপনি এখন হাতিতে পরিণত হয়েছেন। আপনাকে বিএনপি তালাক দিয়েছে। আপনি এখন বলেন, শেখ হাসিনা যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন তাহলে আপনাকে ভোট দিতেন। আপনাকে তো আপনার বিএনপিই ভোট দেবে না। আপনার বিএনপির লোকেরা আপনাকে ত্যাগ করেছে।’
আমার পক্ষে থাকা আ.লীগ নেতাদের পুলিশ হয়রানি করছে: তৈমূর
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ পরিবার আজ ঐক্যবদ্ধ জানিয়ে নানক বলেন, ‘আগামী ১৬ তারিখ নির্বাচন আপনাদের জন্য অগ্নিপরীক্ষা। আমি কিছু আওয়ামী লীগ নেতাদের বলতে চাই, আওয়ামী লীগ করবেন আর শেখ হাসিনার নির্দেশ মানবেন না, সে আওয়ামী লীগ করতে পারবেন না। তাকে আওয়ামী লীগ করতে দেওয়া হবে না। ইনশাল্লাহ আগামী ১৬ জানুয়ারির ভোটে লক্ষাধিক ভোটে আইভী জয় লাভ করবেই করবে।’
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সংসদ সদস্য সানজিদা খানম, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ অনেকে।
সারাবাংলা/এমও